পূর্ব বর্ধমান জেলার নবম বইমেলায় বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর তৃতীয় দিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ‘স্বয়ংসিদ্ধা’ প্রকল্পকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতামূলক আলোচনা।
এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে ১৮ বছরের ঊর্ধ্বে কন্যা সন্তানের সঠিক সময়ে বিবাহ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মোবাইল, হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্কতা এবং ব্যক্তিগত তথ্য শেয়ারের ফলে কীভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন, সে সম্পর্কেও বিস্তারিতভাবে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাব-ইন্সপেক্টর মধুমিতা কুন্ডু ও আত্রিয়া মুখার্জি। পরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নাগরিক হিসেবে করণীয় ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন দুর্গাপুর উইমেন্স কলেজের অধ্যাপক ওয়াদেকর রহমান।
দিনভর নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশনায় জমে ওঠে বইমেলার মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ ও বিভিন্ন সরকারি আধিকারিকরা।








