আর কিছুদিনের অপেক্ষা। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। কিন্তু ওই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব কারা পালন করবেন? এ ব্যাপারে ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এশিয়া কাপে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট। আর ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার হবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। এই ম্যাচের ম্যাচ রেফারি হবেন অ্যান্ডি পাইক্রফট। সব মিলিয়ে এশিয়া কাপের জন্য মোট ১০ জন আম্পায়ার নির্বাচিত হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা—এই পাঁচটি দেশ থেকে দু’জন করে আম্পায়ার থাকবেন। ভারতের হয়ে থাকবেন বীরেন্দ্র সিং ও রোহন পণ্ডিত। পাকিস্তানের হয়ে আছেন আসিফ ইয়াকুব ও ফয়সল আফ্রিদি, এবং বাংলাদেশের হয়ে গাজি সোহেল ও মাসুদুর রহমান আম্পায়ারিং করবেন।

এশিয়া কাপ চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি ম্যাচ হবে আবুধাবিতে, বাকি আটটি হবে দুবাইয়ে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে, এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়াই।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই মহা মোকাবিলায় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। দুবাইয়ে সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন মাইকেল গঘ। চতুর্থ আম্পায়ার ছিলেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ রেফারি ছিলেন ডেভিড বুন।