আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাজাখস্তানে জোড়া সোনা জিতলেন আসানসোলের অভিনব সাউ, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে আসানসোলের কিশোর অভিনব সাউ নিজের কৃতিত্বে নজর কেড়েছেন। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে তিনি ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতেছেন। এই সাফল্যে আনন্দিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এক্স হ্যান্ডলে অভিনবকে অভিনন্দন জানিয়েছেন।

শ্যামকেন্তে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিচ্ছেন অভিনব। ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে তিনি দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে পরাজিত করেন। দলগত বিভাগে অভিনবের সঙ্গে সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে চিনকে হারান।

বাংলার সন্তান হিসেবে এই সাফল্যকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।’

সোনা জয়ের পর হোয়্যাটসঅ্যাপে সংবাদ প্রতিদিনকে অভিনব বলছিলেন, ”যোগ্যতা অর্জন পর্বটা আমার বিশেষ ভালো যায়নি। তাই ফাইনালে নিজের পারফরম্যান্সে উন্নতি করতে চেয়েছিলাম। শেষ রাউন্ডের আগে পর্যন্ত পিছিয়ে থাকলেও আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।” উল্লেখ্য, এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিভাগ মিলিয়ে আসানসোলের কিশোর এক ডজন পদক জিতেছেন।

See also  পূর্ব বর্ধমানের গোহগ্রামে দামোদর নদে চলছে বেপরোয়া বালি পাচার! প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি