সুদীপ্ত দত্ত ( বর্ধমান ) :- নরেন্দ্র মোদির যত দাড়ি বাড়ছে,তত রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে সভা হয় মেমারির আমাদপুর বালিকা বিদ্যালয়ের মাঠে৷
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেন, তাহলে বাংলাটা শেষ হয়ে যাবে।কেউ তাকে বলছে বেগম।তাকে অনেকে কটু কথা বলছে।উনি খুব গরীব ঘরের মেয়ে।বাড়ি তার বীরভূম জেলায়।
তিনি বলেন নরেন্দ্র মোদি মিথ্যাবাদী।বাংলার মানুষ তাকে মানবে না।মিথ্যা কথা শুনবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে আক্রমণ করা হয়েছে। তবুও তার আন্দোলন থামে নি।
অনুব্রত মণ্ডল বলেন নরেন্দ্র মোদি
রাখাল বাগালের চেয়েও খারাপ।তুমি ৮ বছরে কি করলে আর মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরে কি করলো।হিসেবে করবে না!দশ বছরে বাংলাটাকে সাজিয়ে দিয়েছে।তুমি তো মিড ডে মিল বন্ধ করে দিয়েছো। মমতা ব্যানার্জী চাল,ডাল,আলু,চিনি,তেল,ছোলা দিয়েছে মিড ডে মিলে।আর নরেন্দ্র মোদি, তুমি বাবার মাথা দিয়েছো।
রাম রাজত্বে তেলের দাম ১০০ টাকা।
তিনি বলেন বেইমান প্রধানমন্ত্রী। ১৪ সালে যা প্রতিশ্রুতি দিয়েছিলে। তার কিছু রাখে নাই।মোদী তুমি কোন কাজ করো নাই।
সবুজসাথী, কন্যাশ্রী সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা।
সোনার বাংলা করবো।উড়িষ্যায় কি হাল।ত্রিপুরায় কি হাল।শিক্ষকদের চাকরী খেয়ে নিলে।আসাম কার? সোনার আসাম,সোনার গুজরাট হল কই।
তুমি ১ নম্বরের বেইমান প্রধানমন্ত্রী। গ্যাস কত দাম।এখন তোমার বুক ফাটছে না।আমফানের টাকা কি নরেন্দ্র মোদির বাপের জমিদারির টাকা, বছরে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাও তোমরা।