ভারতবাসী বরাবরই সঙ্গীতপ্রি’য়। তাইতো বলিউডের সব সময় রা’জ করেছেন সঙ্গীতের জগতের গায়ক গায়িকারা। মোনালি ঠাকুর, শ্রেয়া ঘোষাল,নেহা কক্কর প্রভৃতি সংগীতশিল্পীরা বারবার মা’তিয়ে দিয়েছে মানুষের মন। কিন্তু বর্তমানে সংগীতজগতের একছ’ত্র অধিপতি হলেন অরিজিত সিং।
ছোট থেকে বয়স্ক সবাই তার সুরেলা গ’লা”য় মু”গ্ধ। তার গ’লায় যেন রয়েছে এক না বলা বে’দ’না, তা যেন প্রতিটি মানুষের হৃ’দ’য় ছুঁ’য়ে যায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছোট্ট অরিজিতের যাত্রা রি’য়ে’লিটি শো থেকে, সেখান থেকেই তিনি বলি’উডের সু’রস’ম্রাট।
কিন্তু অরিজিত সিং শুধু একজন ভালো গায়ক নন তিনি একজন ভালো মানুষ ও। তার অসাধারণ ব্য’ক্তি’ত্ব সারা ভারতবর্ষে অ’ত্যন্ত জন’প্রি’য়। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছিল, তিনি একটি কন’সার্টে গান গাইছিলেন। দর্শকরা তার গানে আ’বেগ উ’দ্বেলিত হয়ে উঠেছিল,
হঠাৎই এক দর্শক আ’বেগের বসে অরিজিৎ সিং এর দিকে টাকা ছু’ড়তে থাকে। অরিজিৎ সিং তৎ’ক্ষণাৎ গান থামিয়ে টাকাগুলি অত্যন্ত য’ত্নসহকারে স্টে’জ থেকে তুলে নেন এবং সেই দর্শককে ফিরিয়ে দেন। তিনি সেই দর্শককে বলেন তিনি যেন এই ভাবে তার নিজের টাকা ছড়িয়ে ন’ষ্ট না করে।
এইভাবে তিনি বোঝাতে চাইলেন টাকার মূ’ল্য। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ সিং মাথায় গা’মছা বেঁ’ধে মু’খে মা”স্ক পরে একদম সাধারন ভাবে গ্রামের রাস্তা দিয়ে হাটছেন। তাকে দেখে মনেই হচ্ছে না তিনি একজন এত বড় মানুষ।
সাধারণত সেলি’ব্রি’টিরা সাধারণ মানুষের মধ্যে যেতে চান না, অরিজিৎ সিং সাধারণভাবে সাধারণ পোশাকে এক গ্রামের রাস্তা দিয়ে হেঁ’টে চলেছেন। তার এই মহানুভবতা মু’গ্ধ করে দিয়েছে মানুষকে। ভিডিওটি পো’স্ট করা হয়েছে মোহন বর্মা নামে এক ব্যক্তির ফেস’বুকে প্রো’ফাইল থেকে।