আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আরামবাগ হাই স্কুল রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি!উচ্ছ্বাস শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হুগলি জেলার আরামবাগ হাই স্কুল রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি পেয়েছে l ৩১ শে মে সল্টলেক সেক্টর ফাইভে জগদীশ বোস ইনস্টিটিউশনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোবিন্দ সরকার সহ অন্যান্য শিক্ষাবিদরা উনাদের উপস্থিতিতে এই স্কুলকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করেছে টিভি৯ l বলাই বাহুল্য আরামবাগ হাই স্কুল প্রত্যেক বছর কোন না কোন স্তরে থাকেই l কার্যত প্রত্যেক বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আরামবাগ হাই স্কুল রাজ্যের মধ্যে ১ থেকে ১০ নম্বরের মধ্যে থাকে l এবং জয়েন এন্ট্রান্সেও নাম থাকে আরামবাগ হাই স্কুলে l সে ক্ষেত্রে আরামবাগ মহকুমার মধ্যে প্রায় অনেকগুলি স্কুল থাকা সত্ত্বেও এই স্কুলের নাম শিরোনামে আসে প্রত্যেক বছরই সেই জায়গাটা এত বছর ধরে ধরে রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় আছেন যিনি বর্তমানে বিকাশ চন্দ্র রায় l ছেলেমেয়েদের স্নেহ ও আদর্শ দিয়েধরে ধরে তৈরি করেছে l উনার অবদান অনিস্বিকার্য l

কার্যত এর ফলে প্রাপ্য সম্মান তুলে দিলেন টিভি নাইন বাংলার বিচারে শ্রেষ্ঠ স্কুলের তকমা আরামবাগ হাই স্কুল l সম্মানে সম্মানিত করলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় কে l উনার হাতে তুলে দিলেন শ্রেষ্ঠ স্কুলের সম্মাননা l কার্যত এর ফলে গোটা আরামবাগ বাসি সহ আরামবাগ হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেলো আজকে l আজ আরামবাগ হাই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের কে নিয়ে আনন্দে মেতে উঠলেন সমগ্র শিক্ষক মহল শিক্ষার্থীদের কে অনুপ্রেরণা জাগালেন প্রধান শিক্ষক মহাশয় বিকাশ চন্দ্র রায় l তিনি জানান আর মুষ্টিমেয় কিছু বছর আছি তারপরেই তিনি অবসর গ্রহণ করবেন l তার আগে এত সুন্দর একটা বার্তা পেলাম তা শুনে আমি খুব আপ্লুত এবং গর্বিত l ছেলেমেয়েদের ধরে ধরে স্নেহ ও আদর্শ দিয়ে সমস্ত দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে গেছি আপ্রাণ l তারই কিন্তু ফল পাওয়া যাচ্ছে এখন l টিভি নাইন বাংলার বিচারের শ্রেষ্ঠ সেরা সেরা স্কুলের তকমা পাওয়া গেল আরামবাগ স্কুলে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে l আমাদের শিক্ষক মহল সবাই খুশির আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থী মহলও আনন্দের উচ্ছ্বাস দেখাচ্ছে এবং এলাকার একাধিক নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছে l

See also  কথাশিল্পির দেবদাস উপন্যাস কে আঁকড়ে ধরে বর্ধমানের হাতিপোতা গ্রামে শুরু হল দেবদাস স্মৃতি মেলা ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি