উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি
এপিডিআরের উদ্যোগে শুক্রবার জয়নগরে একাধিক বিষয়ের উপর সভা হয়ে গেল।এদিন জয়নগর শহরে সমকালীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এপিভিআর এর উদ্যোগে এই সভায় সমকালীন বিভিন্ন বিষয়ে বক্তারা তাঁদের বক্তব্য রাখেন। আর জি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় তিলোত্তমার মা বাবা এখনো বিচার পায় নি, কসবার ল’কলেজে গণধর্ষণ, কালিগঞ্জে তামান্না হত্যা এবং সামগ্রিকভাবে মহিলাদের ওপর সামাজিক হিংসা প্রসঙ্গও বক্তব্যে উঠে আসে।
এদিনের সভায় বক্তব্য রাখেন এপি ডি আরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর, দেবাশীষ ভট্টাচার্য্য, শর্মিষ্ঠা রায়, জয়দেব দাস, সামসুর আলম, মিঠুন মন্ডল, শাহানারা খাতুন, জয়নগর শাখা সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ আরও অনেকে।