আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বিরোধী সচেতনতা যাত্রা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না–১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় “নির্মল গ্রাম পঞ্চায়েত” গড়ার লক্ষ্যে প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতা যাত্রা অনুষ্ঠিত হলো বাজিতপুর ও মিরেপোতা বাজারে।

মিরেপোতা বাজারে পড়ে থাকা ময়লা-আবর্জনা পঞ্চায়েতের সাফাই কর্মীরা গাড়িতে তুলে পরিষ্কার করেন। পাশাপাশি, বাজার চত্বরে আবর্জনা ফেলার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিক স্থানে ডাস্টবিন ও ড্রাম বসানো হয়।

এই পদযাত্রায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার, সদস্য সমীর সাঁই, প্রবাল মিত্র, উজ্জ্বল ধারা, সদস্যা অর্চনা কার্ফা,অন্নপূর্ণা কেশ ও রিঙ্কু সাহা, সুপ্রীতি দোলুই । এছাড়াও এলাকার সমাজকর্মী অমিতাভ পুঁই ,পার্থ কেশ, তন্ময় সাঁই, সন্তু সরকার,মানিক রায়,স অভিজিৎ হাজরা ও আক্তার সহ অন্যান্য সমাজপ্রেমীরা অংশগ্রহণ করেন।

পঞ্চায়েত প্রধান জানান, “গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বর্জনই নির্মল গ্রামের মূল চাবিকাঠি।”

See also  থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে কোনরকম করোনা উপসর্গ আছে কিনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি