আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর মুখে ফের ধাক্কা, টালিগঞ্জ থেকে ফিরবে ৩২টি মেট্রো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজোর মুখে ফের মেট্রো পরিষেবা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্য এবার আরও এক নতুন বিপত্তি। আগে থেকেই কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ ছিল। এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনেও পরিষেবা কমানোর ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় এতদিন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছিল। তবে প্রতিদিনই ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি বাড়ছিল। এর মধ্যেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বেশ কিছু ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনেই থেমে যাবে। মোট ২৭২ ট্রেনের মধ্যে ৩২টি আর কবি সুভাষ পর্যন্ত যাবে না।

পিক আওয়ারে দুটি ট্রেনের ব্যবধান রাখা হবে পাঁচ মিনিট, আর অন্য সময়ে সাত মিনিট। একই সঙ্গে উত্তম কুমার স্টেশনের শেড মেরামত, শহীদ ক্ষুদিরামে রেক রিভার্সালের সুবিধা তৈরি এবং কবি সুভাষ স্টেশনের সংস্কারকাজও চলছে বলে জানানো হয়েছে। মেট্রো রেলওয়ে জানিয়েছে, সমস্যাগুলি সমাধানে তারা নিয়মিত কাজ করছে।

অন্যদিকে, বৃহস্পতিবার কর্মব্যস্ত দুপুরে ফের বিপর্যয়। কবি সুভাষ স্টেশনের কাছে লাইনের সমস্যার কারণে প্রায় অর্ধঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। দুপুর ১২টা ২০ মিনিটে ক্ষুদিরাম থেকে ছাড়ার পর কবি সুভাষের কাছে রেক ঘোরানোর সময় লাইনের পয়েন্টে গণ্ডগোল হয়। এর ফলে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলেনি। হঠাৎ এই ঘটনায় যাত্রীদের মারাত্মক ভোগান্তির মুখে পড়তে হয়।

See also  প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর কড়া অধ্যাপক অচ্যুত পোতদার, বলিউডে নেমেছে শোকের ছায়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি