আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ধাত্রীগ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা, সাপের উপদ্রবে আতঙ্কিত শিশু ও অভিভাবকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশনপাড়া এলাকার 19335210604 (318) নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চিত্র একেবারেই শোচনীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রটির ঘর বহু আগেই জীর্ণ হয়ে পড়েছে। টিনের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বর্ষার সময় ঘরে জল পড়ে। এর ফলে সহায়িকা ও কর্মীদের ছাতা মাথায় রান্না করতে হয়। শুধু তাই নয়, ৭০-৭২ জন শিশুর জন্য নিয়মিত রান্নার কাজও বাধাগ্রস্ত হয়।

অভিভাবকরা অভিযোগ করেছেন, বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘরে প্রায়ই সাপ ঢুকে পড়ে। সাপের উপদ্রবের কারণে আতঙ্কিত অভিভাবকেরা বাচ্চাদের কেন্দ্রে পাঠাতে ভয় পাচ্ছেন।

অভিযোগ, বারবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো সত্ত্বেও এখনো কোনো সুরাহা হয়নি। পরিকাঠামোর বেহাল অবস্থার কারণে পঠন-পাঠন, রান্না-বান্না থেকে শুরু করে শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি পরিষেবা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না।

এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত এই কেন্দ্রটির সংস্কারের দাবি জানিয়েছেন।

See also  খণ্ডঘোষ তাতিপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে পুজোর আয়োজন শুরু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি