আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নতুন বছরের আগাম চমক! তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ রিচার্জ প্ল্যান আনল Jio

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আরও একটি বছরের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে ক্যালেন্ডার। কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন বছর। এই উৎসবের আবহেই গ্রাহকদের জন্য আগাম উপহার নিয়ে এল অম্বানির Jio। সংস্থা সূত্রের খবর, প্রিপেড গ্রাহকদের জন্য মোট তিনটি ‘হ্যাপি নিউ ইয়ার’ রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। কী কী সুবিধা থাকছে, এক নজরে দেখে নেওয়া যাক।

১. Hero Annual Recharge
এই বার্ষিক রিচার্জ প্ল্যানের মূল্য ৩৫৯৯ টাকা। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং দৈনিক ২.৫ জিবি ডেটা। পাশাপাশি নতুন বছরের বিশেষ উপহার হিসেবে ১৮ মাসের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। যার বাজারদর ৩৫,১০০ টাকা। এছাড়াও থাকছে সর্বোচ্চ ২ টিবি ক্লাউড স্টোরেজের সুবিধা।

২. Super Celebration Monthly Plan
মাসিক এই প্ল্যানটির খরচ ৫০০ টাকা। এতে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি করে মেসেজের সুবিধা মিলবে। বিনোদনের দিক থেকেও রয়েছে বাড়তি চমক। ইউটিউব প্রিমিয়াম, JioHotstar, আমাজন প্রাইম, সোনি LIV, ZEE5, Hoichoi-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহার করা যাবে। এখানেও ১৮ মাসের জন্য ফ্রি জেমিনি প্রো অ্যাক্সেস থাকছে।

৩. Jio Flexi Pack
২৮ দিনের এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১০৩ টাকা। এতে মোট ৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনোদনের জন্য গ্রাহকদের সামনে থাকবে তিনটি অপশন, যার মধ্যে একটি বেছে নিতে হবে। অপশনগুলি হল—
– JioHotstar, Zee5 ও SonyLiv
– JioHotstar, SunNXT, Kancha Lanka ও Hoichoi
– JioHotstar, FanCode, Lionsgate ও Discovery+

নতুন বছরের শুরুতেই এই বিশেষ অফারগুলির মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ বাড়াতে চাইছে Jio।

See also  রাতারাতি গ্রাহকদের জন্য বড়সড় সুখবর সিদ্ধান্ত এয়ারটেলের, জেনে নিন কী কী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি