উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ব্যাংকিং পরিষেবার পাশাপাশি এবার ভিজিলেন্স সচেতনতা সপ্তাহে রক্তদান শিবির ও সচেতনতা মূলক পদযাত্রা হয়ে গেল রাজপুর সোনারপুর পৌরসভার গড়িয়ায়।ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাংকের রিজওনাল অফিস গড়িয়াতে শুক্রবার এই রক্তদান শিবির হয়।

ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাংকের উদ্যোগে এম স্বাস্থ্য এর সহায়তায় এবং বেসরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিবসকে সামনে রেখে ও ভিজিলেন্স সচেতনতা সপ্তাহে এই উদ্যোগ নেওয়া হয়।এদিনের এই রক্তদান শিবিরে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রায় ৫০ জন রক্তদানে অংশ নেন।


এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাংকের দক্ষিন ২৪ পরগনা রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল, এম স্বাস্থ্যর পক্ষে দেবল রৃষি ব্যানার্জী সহ আরো অনেকে।এদিন বিকালে দূর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গড়িয়া রিজওনাল অফিস থেকে ঢালাই ব্রীজ পর্যন্ত সচেতনতা মূলক পদযাত্রা বের হয়।

যাতে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাংকের দক্ষিন ২৪ পরগনা রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল।এদিন দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন শাখা থেকে কর্মীরা এই পদযাত্রায় অংশ নেন। উন্নত ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বেলুন উড়িয়ে এদিন এই পদযাত্রার সমাপ্তি ঘটে।








