আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণ দামোদরে ফের চালের ব্যান্ড নকলের অভিযোগ, অভিযানে সাফল্য মা ভবানী রাইস মিলের

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

দক্ষিণ দামোদর মানেই রাইস মিলের আঁতুড়ঘর। আর সেই রাইস মিল শিল্পেরই আজকাল হামেশাই নকলের কারবার বেড়ে চলেছে। বিভিন্ন মিলের জনপ্রিয় চালের ব্যান্ড নকল করে বাজারে চালান করার অভিযোগ নতুন নয়। এবার সেই ঘটনাই ফের সামনে এল পূর্ব বর্ধমানের রায়না থানার গোপালপুর এলাকায় অবস্থিত মা ভবানী রাইস মিলের ক্ষেত্রে।

মা ভবানী রাইস মিলের জনপ্রিয় ব্যান্ড ‘কেশর ভোগ’। বহু বছর ধরেই এই নামেই ব্যবসা চালিয়ে আসছে তারা। মিল কর্তৃপক্ষের দাবি, এই ব্যান্ডের ট্রেডমার্ক তাদের নামে রেজিস্টার্ড রয়েছে। কিন্তু গত এক বছর ধরেই কেশব ভোগ নামে নকল চালের বস্তা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

অবশেষে সম্প্রতি বড়সড় সাফল্য পেলেন মা ভবানী রাইস মিল কর্তৃপক্ষ। ঝাড়খণ্ডের চাষ থানা এলাকার চাষ মার্কেটে গিয়ে দেখা যায়, একই সঙ্গে আসল ও নকল দুই ধরনের ‘কেশর ভোগ’ চাল বিক্রি হচ্ছে। বিষয়টি দেখে মিল কর্তৃপক্ষ নকল চাল বিক্রেতাদের ধরে ফেলেন। পরে তারা স্থানীয় থানায় গিয়ে লিখিত বিবৃতি দেন— আর নকল চাল বিক্রি করবেন না।

এছাড়া, মা ভবানী রাইস মিল বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী তাদের চালের ব্যান্ড নকল করে বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে।

মিলের ম্যানেজার উজ্জ্বল মিশ্র বলেন,
“আমাদের চালের বস্তাতে মা ভবানী রাইস মিলের নাম, ফোন নম্বর ও ট্রেডমার্ক উল্লেখ থাকে। কিন্তু নকল বস্তাতে লেখা থাকে শুধুমাত্র এম বি রাইস মিল, সেখানে ফোন নম্বর আর ঠিকানাও আমাদেরটাই দেয়া থাকে। আমরা বিষয়টি অ্যাসোসিয়েশনকে জানিয়েছি। এখন দেখার বিষয়, তারা কী ব্যবস্থা নেয়।”

See also  মহিলা কলেজে ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি