পরিবারকে নিয়ে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অজয়ের জলে তলিয়ে গেল তিন জন। উদ্ধার 2 জন। নিখোঁজ 1। ঘটনাস্থলে ডুবুরি। আশঙ্কা জনক দুজনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।পালিগ্রাম অঞ্চলের নবগ্রামের শেখ সুমনের পরিবার আজ পালিগ্রামের অজয়ের ধারে পরিবারের 12জন মিলে পিকনিক করছিল।
ঐ পরিবারের তিনজন নদীতে স্নান করতে নামে ,সুমনা খাতুন(14) সোহানা খাতুন(20) এবং আসিফ শেখ(16)। অজয়ের জলে নামতেই চোরাবালিতে তলিয়ে যেতে থাকে তিনজন। কোনোক্রমে আসিফ পারে উঠে চিৎকার করলে, উদ্ধারে এগিয়ে আসে গ্রামবাসীরা ও পরিবারের লোকেরা। এরপর সোহানাকে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায়। সুমনা খাতুনকে এখনো পাওয়া যায়নি। তড়িঘড়ি খবর যায় মঙ্গলকোট থানায়, আসে ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দল।
ঘটনাস্থলে বিডিও তত্ববধানে মঙ্গলকোটের একাধিক আধিকারিক ও পুলিশ রয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় সোহানা খাতুন ও আসিফ শেখ কে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।পালিগ্রামের নবগ্রামের ওই পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। বিধায়ক অপূর্ব চৌধুরী জানান খুব দুঃখজনক ঘটনা। ওই পরিবারের সকল সদস্যকে সমবেদনা জানাই ।আর প্রশাসনের তরফ থেকে আগামী দিনে যাতে করে অজয় নদী পিকনিক না সেটা দেখব।