আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিম্নচাপ কাটতে না কাটতেই ফের নিম্নচাপ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিম্নচাপের জেরে মেঘলা আকাশ আর বৃষ্টির পর নামলো তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রার পারদ নামবে আগামী আর কয়েকটা দিন। তবে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি আবারো তাপমাত্রার হেরফের ঘটাতে পারে।
শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আগামী সাত দিন অবশ্য রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে বলেই মনে করা হচ্ছে।

Krishaksetu News Bangla

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে আগামী সাত দিন কোনরকম ঝঞ্ঝার আশঙ্কা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নামবে।

তবে চলতি সপ্তাহের শেষের দিকে আরব সাগর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করবে। তার জেরে আবার বিপুল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করবে রাজ্যে। তাপমাত্রার পারদ পতনে বাধা দেবে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না এখনই স্পষ্ট নয়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে প্রায় ১৫ ডিসেম্বর পর্যন্তঅপেক্ষা করতে হবে।

অন্যদিকে মেঘ কাটতেই দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশকিছু জেলায় মঙ্গলবার ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। পাশাপাশি মঙ্গলবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ নামতে দেরি হলেও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ জেলাগুলিতে প্রতিবছরের মতো এবছরও ইতিমধ্যেই অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। এই জেলাগুলিতে আগামী কটা দিন তাপমাত্রার পারদ পতন লক্ষ্য করা যাবে।

See also  রাজ্য সরকার বিজেপিকে আটকানোর জন্যেই বাংলায় লকডাউন করছে - বললেন দিলীপ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি