আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দামোদর পেরিয়ে কসবার জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতাল হাতিকে ঘুম পাড়ানি গুলি, ঝাড়গ্রামের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার তোড়জোড় ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : দামোদর পেরিয়ে কসবার জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতাল হাতিকে ঘুম পাড়ানি গুলি, ঝাড়গ্রামের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার তোড়জোড় ।

 

দামোদর পেরিয়ে দুর্গাপুর পানাগড় শিল্পাঞ্চল লাগোয়া কসবার জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে ফেরাল বনদফতর। গতকাল রাতে দাঁতালটি সোনামুখীর জঙ্গল থেকে দামোদর নদ পেরিয়ে আচমকাই ঢুকে পড়ে পুর্ব বর্ধমানের কসবার জঙ্গলে। বিষয়টি জানার পরই নড়েচড়ে বসে বন দফতর।

 

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই জলপাইগুড়ি জেলায় হাতির হানায় মৃত্যু হয় এক পরীক্ষার্থী। তারপরই হাতির হানা নিয়ে সতর্কতা জারি করা হয় রাজ্য জুড়ে। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা বৃদ্ধি পায় বনদফতরেরও। এরই মাঝে গতকাল রাতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি দামোদর নদ পেরিয়ে পৌঁছে যায় বর্ধমানের কসবার জঙ্গলে। খবর পেতেই তড়িঘড়ি বাঁকুড়া উত্তর, বর্ধমান ও পাঞ্চেৎ বনবিভাগ যৌথ ভাবে কসবার জঙ্গলে হাতিটিকে চিহ্নিত করার কাজ শুরু করে । আজ ভোরে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে বন দফতর। এরপর তাকে ট্রাকে চাপিয়ে আনা হয় বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে। বন দফতরের তরফে জানানো হয়েছে হাতিটিকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হবে।

See also  ভবন ভেঙেপড়া নিয়ে বর্ধমান স্টেশানে এসে রেলের বিশেষজ্ঞ দল ও তদন্তকমিটি তদন্ত সারলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি