আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বক্স অফিসের পর এবার নেটফ্লিক্সে ঝড় তুলতে আসছে ‘সাইয়ারা’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরি পরিচালিত এই ছবিটি মুক্তির পরই রেকর্ড ব্যবসা করেছিল। নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে দর্শক বিশেষভাবে সাদরে গ্রহণ করেছেন। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই ‘সাইয়ারা’ ৫০০ কোটির গণ্ডি পার করেছে। এবার বড়পর্দার পর সেই ছবি পৌঁছে যাচ্ছে দর্শকদের ঘরে।

অহন পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ এবার দেখা যাবে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। বৃহস্পতিবার প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, শুক্রবার ১২ সেপ্টেম্বর গ্লোবাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির। একসঙ্গে ১৯০টি দেশে দেখা যাবে এই রোম্যান্টিক ড্রামা। প্রিমিয়ার ঘোষণার আগে পরিচালক মোহিত সুরি বলেন, “সাইয়ারা আমার জন্য খুব স্পেশাল একটি ছবি। এই ছবিকে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি স্ট্রিমিংয়ের ফলে যে দর্শক এই ছবি দেখতে পাননি তাঁরাও দেখতে পাবেন। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।”

গত ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া মিলেছে। নবাগত অহন পান্ডে প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শকদের। ব্যবসার নিরিখে ছবিটি ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা-পরবর্তী সময়ে এটি সেই বিরল রোম্যান্টিক ছবি যা মুক্তির প্রথম দিনেই ২০ কোটির বেশি ব্যবসা করেছে। সাফল্যের ধারা বজায় রেখেই এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘সাইয়ারা’।

See also  সব ছেলেরা খারাপ হয় না

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি