উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্য জুড়ে এস আই আর চলছে।সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।আর তার আগে রাজ্য জুড়ে সবুজ ঝড় চলছে।একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত শাসক তৃনমূল কংগ্রেসের।শুক্রবার জয়নগর বিধানসভার জয়নগর ১ নং ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর কাশিমপুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫৭ টি আসনের ৫৫ টিতে তৃনমূল কংগ্রেসের সদস্যারা বিজয়ী হন।

বাকি দুটি আসনে এস ইউ সি আই এর সদস্যরা জয়ী হয়।দীর্ঘ ৪০ বছর ধরে এই সমবায় সমিতি প্রথমে বিরোধী এস ইউ সির হাতেই ছিল তারপরে বাকি দশ বছর বিরোধী বিজেপির হাতে ছিলো।এই প্রথম শাসক তৃনমূল কংগ্রেসের দখলে গেল এই সমিতি।এদিন এই সমিতির নির্বাচনের জয়ের পরে বিজয় মিছিলে সামিল হলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,শ্রীপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি বাবু গাজী সহ আরো অনেকে।

এই সমবায়ের মোট ভোটার ১৪১৪ জন।এদিন বিজয়ীদের গলায় মালা পড়িয়ে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।এদিন এ ব্যাপারে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, এই সমিতি গঠনের পর থেকে এস ইউ সির হাতে ছিলো এই সমিতি,গত দশ বছর বিজেপির হাতে ছিলো।কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করলেন।আমরা এই সমিতির মাধ্যমে এলাকার উন্নয়ন ও কৃষির ওপর নজর দোবো।আর এই জয় বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়িয়ে দিলো শাসক তৃনমূল কংগ্রেসের।








