আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা সংক্রমণ বেড়ে চলায় পূ্র্ব বর্ধমানের চার পুরসভা ও বেশকিছু পঞ্চায়েত এলাকায় লকডাউন ঘোষনা প্রশাসনের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত বর্ধমান ২৪ জুলাই
প্রতিদিনই পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই জেলায় করোনা আক্রান্তের
সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগেই লকডাউন জারি করেছে শহর বর্ধমানে।এবার মেমারি,
কালনা ও কাটোয়া পৌরসভা এলাকা ছাড়াও জেলায় বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত জারি করা হল ।জেলাশাসক বিজয় ভারতি শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে , রাজ্য সরকার ২৫ জুলাই ও ২৯ জুলাই গোটা রাজ্যে লকডাউন ঘোষনা করেছে । আবার জেলা প্রশাসন ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত নির্দিষ্ট এলাকায় লকডাউন ঘোষনা করেছে ।ফলে ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জেলার চারটি পৌরসভা ও বেশকয়েকটি পঞ্চায়েত এলাকায় টানা পাঁচ দিন লকডাইন চলবে। লকডাউনের দিনগুলিতে শুধুমাত্র জরুরী ও অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে ।সরকারি কি বেসরকারি গণপরিবহন সহ দোকান বাজার সবই বন্ধ রাখার কথা বলা হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যে যে পঞ্চায়েত এলাকায় লকডাউন জারি করেছে তারমধ্যে রয়েছে বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ১, সরাইটিকর ও বেলকাস পঞ্চায়েত এলাকা। পাশাপাশি লকডাউন চলবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর, সমুদ্রগড় ও শ্রীরামপুর পঞ্চায়েতে।এছাড়াও জেলা প্রশাসন মেমারির ১ ব্লকের দেবীপুর পঞ্চায়েত এলাকায় ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লক ডাউন জারি করেছে । প্রশাসনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলার বাসিন্দারা ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ,মাঝে কিছুদিন আক্রান্তের সংখ্যা নিম্নমুখী থাকলেও গত এক সপ্তাহে সমগ্র জেলায় কোভিডের গ্রাফ উদ্ধমুখী।শুধুমাত্র বৃহস্পতিবার একদিনে জেলায় ৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে ।জেলায় বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জন । তার মধ্যে এদিন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের ।২৩৬ জনেরও বেশী করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে । সমগ্র জেলায় ১৬৯ টি কনটেইমেন্ট জোন করেও রোখা যাচ্ছেনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ।
যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। ওয়াকিবহাল মহলের ধারণা আক্রান্তে সংখ্যা বেড়ে চলাতেই প্রশাসন জেলার চারটি পৌরসভা এলাকা ও বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে ।
জেলার চার পুরসভার প্রশাসকরা জানিয়েছেন, লকডাউন যাথযাথ ভাবে পালনে
কোন শিথিলতা রাখা হবে না ।
See also  করোনা সংক্রমণ রুখতে শুক্রবার থেকে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি