আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর কড়া অধ্যাপক অচ্যুত পোতদার, বলিউডে নেমেছে শোকের ছায়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলিউডে ফের নেমে এল দুঃসংবাদ। সোমবার গভীর রাতে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার (Achyut Potdar)। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি থানের জুপিটার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই ১৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানানো হয়নি, তবে পরিবার সূত্রে খবর, মঙ্গলবার থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

অচ্যুত পোতদারের বয়স হয়েছিল ৯১। অভিনয়জগতে প্রবেশের আগে তিনি দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে ইন্ডিয়ান অয়েলে কাজ করার পর ১৯৮০-র দশকের শেষের দিকে অভিনয় শুরু করেন। টেলিভিশনের মাধ্যমে অভিনয়ে পা রাখা এই শিল্পী আর পিছনে ফিরে তাকাননি। কেরিয়ারে ১২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে হিন্দি ও মারাঠি— দুই ভাষার ছবিই রয়েছে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার একাধিক সিনেমায় তাঁর উপস্থিতিই তাঁকে বলিউডে পরিচিত মুখ করে তোলে। বিশেষ করে ‘থ্রি ইডিয়টস’-এ তাঁর চরিত্রে বলা সংলাপ আজও দর্শকদের মনে গেঁথে আছে— “কহেনা ক্যায়া চাহতে হো?”

শুধু ‘থ্রি ইডিয়টস’-ই নয়, ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ থেকে শুরু করে ‘ভেন্টিলেটর’— একের পর এক ছবিতে তাঁর স্মরণীয় অভিনয় স্থান করে নিয়েছে দর্শকের মনে। মঙ্গলবার তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকে বিহ্বল পুরো চলচ্চিত্র জগত।

See also  রেকর্ড দহনে জ্বলে পুড়ে ছারখার গোটা বাংলা- তবুও দহনের আরো স্থায়িত্ব চাইছেন শস্যগোলার বরো ধান চাষিরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি