আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঋণ পাইয়ে দেবার আশ্বাস দিয়ে প্রতারণা – গ্রেপ্তার অভিযুক্ত

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- ণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছথেকে মাোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম দেবজিৎ দেবনাথ। তার বাড়ি হুগলির জেলার মগরা থানার বাঁশবেড়িয়ায় । পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি অভিযোগকারি কার্তিক ঘোষের টাকা ধৃত দেবজিৎতের অ্যাকাউন্টেই জমা পড়েছে । পুলিশ রবিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
বিশদে তদন্ত ও টাকা উদ্ধারের জন্য তদন্তকারী অফিসার এদিন ধৃতকে আদালতে পেশ করে ৫ দিন পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান । ধৃতের আইনজীবী ও সরকারী আইনজীবীর সওয়াল শুনে সপ্তাহে দু‘দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেবার শর্তে ভারপ্রাপ্ত সিজেএম কল্লোল ঘোষ ধৃতের জামিন মঞ্জুর করেন ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযুক্ত আদালতের এলাকা ছেড়ে যেতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিস সূত্রে জানা গিয়েছে,প্রতারিত কার্তিক ঘোষের বাড়ি রায়না থানার হরিপুর গ্রামে।
গত ৭ এপ্রিল সকাল ১০টা নাগাদ একটি ফোন পান। তাতে একটি বেসরকারি ঋণদান সংস্থা তাঁকে ঋণ দিতে চায় বলে জানানো হয়। কার্তিক বাবু রাজি হন। ঋণের জন্য কিছু টাকা দিতে হবে বলে কার্তিকবাবুকে ফোনে জানানো হয়। সেইমতো তিনি কয়েক দফায় দু’টি অ্যাকাউন্টে ৯১ হাজার ৭০০ টাকা পাঠান।
তারপর বেশ কিছুদিন কেটে গেলেও তাঁর ঋণ মঞ্জুর হয়নি। তিনি টাকাও ফেরত পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কার্তিক বাবু রায়না থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেয় রায়না থানার পুলিস। তাতে টাকা হাতানোয় দেবজিৎ-এর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। তার অ্যাকাউন্টেই হাতিয়ে নেওয়া টাকা জমা পড়েছে বলে জানতে পারে সাইবার থানা।এরপর শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
See also  তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এলাকার দুস্থ আদিবাসীদের খাদ্য সামগ্রী বিলি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি