আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আটা বিক্রি করতে এসে প্রৌঢ় দোকানদারকে পিটিয়ে খুন-গ্রেপ্তার অভিযুক্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১০ জুলাই

বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে প্রৌঢ় দোকানদারকে
খুনের অভিযোগ উঠলো খরিদ্দারের বিরুদ্ধে।
বুধবার রাতে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার অন্তর্গত মাহিনগর গ্রামে।৭১ বছর বয়সী নিহত ব্যক্তির নাম সূর্যনারায়ন মণ্ডল ওরফে গান্ধী।নিহত ব্যক্তির ছেলে রামনারায়ন মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘী থানার পুলিশ খুনের মামলা রুজু করে খুনির সন্ধানে নামে।
এলাকায় তল্লাশি চালিয় পুলিশ রাতের মধ্যেই অভিযুক্ত সুশান্ত মাঝিকে পাকড়াও করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছে নিহতের পরিবার ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওয়ানদিঘী থানার অন্তর্গত বাঘার ১ নম্বর পঞ্চায়েত অধীন মাহিনগর গ্রামে সূর্যনারায়ন মন্ডলের বাড়ি।তার পাশে রয়েছে তাঁর মুদিখানা দোকান। প্রতিদিনের মতো বুধবারও তিনি দোকান খুলেছিলেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ,“গ্রামের প্রতিবেশী সুশান্ত মাঝি আটা বিক্রি করতে এদিন সন্ধ্যা ৭টা নাগাদ সূর্যনারায়ন মণ্ডলের দোকানে যান।

দোকানে গিয়ে সুশান্ত ঝামেলা শুরু করেন সূর্যনারায়ন বাবুর সাথে।
অভিযোগ পূর্ব রাগবশত পরিকল্পনা মাফিক ওই সনয় একটা বাঁশের লাঠি নিয়ে সুশান্ত মাঝি
এলোপাথারি দোকানদার সূর্যনারায়ন মন্ডলের মাথায় মারে। মারধোরে রক্তাত হয়ে সূর্যনারায়ন
বাবু ছটফট করতে থাকেন।ওই সময় আসপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে সুশান্ত মাঝি সেখান থেকে পালিয়ে যায়।

তারই মধ্যে ঘটনার খবর পেয়ে ওই দোকানে পৌছায় সূর্যনারায়ন বাবুর ছেলে,স্ত্রী ও অন্য প্রতিবেশীরা।সূর্যনারায়ন বাবুকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শেষরক্ষা হয় নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান’।

অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেছেন,
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পৌঢ় দোকানদার সূর্যনারায়ন মণ্ডল কে খুনের কথা
পুলিশি জেরায় সুশান্ত মাঝি স্বীকার করেছে।
একজন বৃদ্ধ দোকানদারকে এমন নৃশংস ভাবে পিটিয়ে মারার ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন।

See also  পুকুর ভরাট করে দোকান তৈরির অভিযোগে তদন্তে আসানসোল পুরনিগম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি