অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে খণ্ডঘোষে দিনভর নানা আয়োজন — মা বসন চণ্ডী মন্দিরে পুজো, বস্ত্র বিতরণ, কেক কাটা ও কিশোরীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিল তৃণমূল
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুক্রবার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলে দেখা গেল এক অন্যরকম আবহ। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করলেন বেড়ুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

দিনের শুরুতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনায় মা বসন চণ্ডী মন্দিরে পুজো দেন। পরে বিকেলে বৈয়াইচণ্ডী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি—বস্ত্র বিতরণ, কেক কাটা, কিশোরীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়।

তৃণমূল নেতা শেখ লকাই জানান, “খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে এই বিশাল আয়োজন করা হয়েছে। আমরা চাই আমাদের দলের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন, সুস্থ থাকুন। বিরোধীদের সঙ্গে চোখে চোখ রেখে যেভাবে তিনি মানুষের পাশে থেকে লড়াই করছেন, সেটাই আমাদের অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাদের দলের নেতা নন, তিনি আজকের যুব সমাজের আইকন। তাঁর আদর্শ ও দিকনির্দেশনায় আমরা এগিয়ে চলেছি সাধারণ মানুষের কল্যাণে।”
দিনভর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। পুরো অঞ্চলজুড়ে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে বেড়ুগ্রাম। দলের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।








