আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বজবজ: বজবজে সেবাশ্রয় ক্যাম্প ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বজবজে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের সেবায় নিয়োজিত এই উদ্যোগের এদিন ২০তম দিন পূর্ণ হল।

বজবজ বিধানসভা কেন্দ্রে চলা এই শিবিরের শেষলগ্নে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২২ ডিসেম্বর থেকে ‘সেবাশ্রয় ২’-এর পরবর্তী গন্তব্য হতে চলেছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র।এদিন সেবাশ্রয় শিবির পরিদর্শনের সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বাবাসাহেব ভীমরাও আম্বেদকর, রাজা রামমোহন রায় এবং কাজী নজরুল ইসলাম সহ একাধিক মহান ব্যক্তিত্বের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁদের অমর অবদানকে কুর্নিশ জানান তিনি।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের শিবির পরিদর্শন করেন, প্রত্যেক রোগীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।তিনি আশ্বাস দেন যে চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকবে এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁর উপস্থিতি ও প্রত্যক্ষ সংযোগে রোগী, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের মনোবল আরও দৃঢ় হয়। ‘সেবাশ্রয় ২’-এর ২০ দিনের পথচলায় এই উদ্যোগের মানবিক চেতনা আরও একবার উজ্জ্বল হয়ে ওঠে।এলাকার মানুষ সেবাশ্রয়ের এই পরিষেবায় খুশি।

See also  কাকাকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ ভাইপোকে গ্রেপ্তারের পর কাকার মৃত্যুর খবর পৌছালো বাড়িতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি