আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিহারে কাজে গিয়ে নিখোঁজ জয়নগরের এক যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক যুবক। ঘটনায় চরম উদ্বিগ্ন তাঁর পরিবার। ইতিমধ্যেই জয়নগর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্বজনেরা, তদন্তে নেমেছে বিহারের পুলিশ প্রশাসন।পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর থানার চরাঘাটা গোদাবর গ্রামের বাসিন্দা বাপ্পা সেখ ( ৩২) গত ২০ জুন বিহারের ভোজপুর জেলার জগদীশপুর থানার দুধপুর এলাকায় রাজমিস্ত্রির কাজে যান।

সহকর্মীদের সঙ্গে কিছুদিন কাজ করার পর ৬ জুলাই, মহরমের দিন, হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান তিনি।সহকর্মী গিয়াসউদ্দিন পৈলান জানান, “মহরমের দিন বলেছিল দোকানে যাচ্ছে। এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস না পেয়ে আমরা ১০ জুলাই জগদীশপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করি।”এদিকে বাপ্পার স্ত্রী তামান্না সেখ বলেন, “আমার স্বামী যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, সেই প্রার্থনাই করছি। পুলিশ যাতে দ্রুত খোঁজ পায়, সেই আবেদন জানিয়েছি।


বাপ্পার বাবা আমিনউদ্দিন সেখ জানিয়েছেন, “ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা স্তব্ধ। থানায় অভিযোগ করেছি। ছেলের কোনো সন্ধান না পেয়ে আমরা সকলেই অসহায় অবস্থায় আছি। প্রতিদিন তাকিয়ে আছি—কখন সে ফিরবে।”আর এই ঘটনার জেরে আবারও একবার ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পরিবারের আবেদন—যেন অবিলম্বে বাপ্পা সেখের সন্ধান মেলে এবং তাঁকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা যায়।

See also  বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কোমরে দড়ি পরিয়ে ভাইপোকে সারা রাজ্যে ঘোরানো হবে - বললেন সৌমিত্র খাঁ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি