আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা -রায়না :- ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বর্ধমান আরামবাগ রাস্তায় রায়নার মোগলমারী এলাকায় । বাইকে ধাক্কা ট্রাকের । ঘটনার জেরে মৃত ১ , আশঙ্কাজনক আরো একজন । তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে । বারবার দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকার মানুষজন । প্রশাসনিক নজরদারির গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা । প্রায়শ ই দুর্ঘটনা ঘটছে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে । নেই পথ নিরাপত্তা । ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ দামোদর এলাকাবাসী ।


জানা গেছে , বাইকে করে দুই যুবক মোগলমারী কাজে আসছিল । সেই সময় বর্ধমান থেকে আরামবাগ মুখী একটি ট্রাক মুখোমুখি এসে ধাক্কা মারলে এই মর্মান্তিক পরিনতি । রাজ্য সড়ক সম্প্রসারণের নামে রাস্তার দুপাশের মাটি খুঁড়ে গর্ত করে রেখেছে ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে । মরণফাঁদ তৈরি হয়েছে বলে অভিযোগ । রাস্তার দুপাশে খুঁড়ে গর্ত করে রাখার জন্য ই এই ভয়াবহ ঘটনা । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় ।

খবর পেয়েই পুলিশ আসে ঘটনাস্থলে, তৎক্ষণাৎ এসে পৌঁছায় সি আই সি তপন কুমার বসাক,রায়না ওসি পুষ্পেন্দু জানা,সেহারা ফাঁড়র ইনচার্জ কিপাসিন্দু ঘোষ ও ট্রাফিক ওসি প্রদীপ কুমার পাল। পূর্ত বিভাগের কাজের গড়িমসির জন্য এই মৃত্যু বলে সরব স্থানীয়রা । ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ । জানা গেছে মৃত যুবকের নাম মুকান্দর শাহ । রাস্তা সম্প্রসারণের নামে এই মরণফাঁদ তৈরি করার প্রতিবাদে সরব দক্ষিণ দামোদর এলাকার মানুষজন।

See also  সপ্তসিন্ধুর ষষ্ঠ সিন্ধু জয় করে তাক লাগিয়ে দিলেন বিশ্ববন্দিতা বঙ্গতনয়া সায়নী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি