উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: ভয়াবহ দূর্ঘটনা,মৃত এক যুবক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাস পূর্ণিমা। আর জয়নগর দুই নম্বর ব্লকের সাহাজাদাপুর ও ময়দা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল হাতছাবড়ি গ্রামে রাসযাত্রার বিশাল মেলা বসে।রবিবার মেলার বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল।আর এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সুরজিত মন্ডল, বয়স ২৯ বছর নামে এক শ্রমিক সাউন্ডের কাজে গিয়েছিল।আর তাকে দিয়ে রাস কমিটি বিদ্যুতের সংযোগের কাজে লাগায়।
আর এই কাজ করার সময় বিদ্যুতের শক লেগে মৃত্যুর কোলে ঢোলে পড়ে এক যুবক।স্থানীয়রা তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মৃতের বাড়ি কুলতলি থানার কৈখালী কাছাড়ি বাজার সংলগ্ন ৬ নম্বর কৈখালী এলাকায়।
খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।মৃতের বাড়িতে স্ত্রী,বাবা,মা,দাদা,বৌদি আছেন।মৃতের বাবা কানাই মন্ডল এদিন রাতে বলেন,আমার ছেলে সাউন্ডের কাজে গিয়েছিল ও বিদ্যুতের কাজ জানতো না।ওকে দিয়ে জোর করে বিদ্যুতের সংযোগের কাজে লাগানো হয়।
আমি এর সঠিক তদন্তের অনুরোধ রাখছি। আর এই ঘটনায় পুরো এলাকায় ও মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।এদিন রাতে ময়নাতদন্তের পর মৃতদেহ মৃতের বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়ে সবাই। এদিন রাতেই কৈখালী আশ্রমের শ্মশানে শেষকৃত্য করা হয়।








