উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জলে ডুবে আকস্মিক মৃত্যু ঘটলো দু বছরের এক শিশুর জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, শনিবার বেলায় জয়নগর থানার উওর দূর্গাপুরে বাড়ির পাশের একটি পুকুরে আচমকা পড়ে যায় দু বছরের এক শিশু।বাড়িতে খেলতে খেলতে আচমকাই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ঐ শিশুটি।বাড়ির লোক সঙ্গে সঙ্গে ছোটাছুটি করে পুকুরের জল থেকে তোলে ঐ শিশুটিকে।জয়নগরের স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মৃত শিশুটির নাম সৃজন ঘরামী।আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জয়নগর থানার পুলিশ।আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি