আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বহড়ুতে দুদিনের বড় মাপের রবার বল খেলার সূচনা হতে চলেছে শনিবার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: খেলাধূলার প্রতি বর্তমান সময়ে ছেলে মেয়েরা আগ্রহ হারাচ্ছে। আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল, গেম।তবু ও সরকারের পাশাপাশি চেষ্টা করে চলেছে একাধিক ক্রীড়া সংগঠন।জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর কল্যান সংঘের উদোগে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৫ তম বর্ষের রবার বল প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার সন্ধ্যায়।

উদ্বোধনে উপস্থিত থাকবেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক সহ জেলার একাধিক বিধায়কগন।দুদিন রাতের এই খেলায় দ:২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে ৩২ টি দল এই খেলায় অংশ নেবে।

এ ব্যাপারে এই খেলা প্রতিযোগিতার মূল উদ্যোক্তা বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর বলেন, ভালো ও উন্নত মানের খেলা তুলে দিতে চলেছি আমরা।আমাদের এই খেলাতে বিভিন্ন জেলা থেকে বাছাই করা টিম অংশ নিচছে।রবিবার ফাইনালে বিজয়ী দলের হাতে এক লক্ষ একাত্তর হাজার টাকা ও স্বর্ণ ট্রফি তুলে দেওয়া হবে।আমরা চাই খেলা প্রেমী মানুষ জন প্রতিবারের মতন এবছরও আসুন ভালো খেলা উপভোগ করুন।

See also  লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা আর চাপ ফুলে ছাপ শ্লোগানে পুণরায় ঘাস ফুল ফুটলো বর্ধমানের দুটি লোকসভা আসনে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি