সৈয়দ মফিজুল ( ইন্দাস ) :- বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেতালন গ্রামের শিব মন্দিরে আজ এক অদ্ভুত দৃশ্য পরিলক্ষিত হয়েছে। শিব মন্দিরে শিব ঠাকুর কে জরিয়ে চক্র ধরে দাঁড়িয়ে রয়েছে এক সাপ। সকালবেলা সাতটার সময় থালা বাসন ধোয়ার জন্য শিব মন্দিরে গিয়ে অসিত কুমার পণ্ডিত নামক এক সেবাইত এই দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গে লোকজন ডেকে জড়ো করেন তিনি।সেবাইত দের বক্তব্য অনুসারে এই শিব মন্দির হাজার বছরেরও বেশি পুরনো।
কিন্তু এই মন্দির সংস্কারের জন্য আজ পর্যন্ত কোনো সরকারি সুবিধা পায়নি। দীর্ঘদিন ধরে এই মন্দির জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।এর আগে সরকারের কাছে মন্দির সংস্কারের আবেদন করলেও কোনো প্রত্তুত্তর মেলেনি। স্থানীয় বাসিন্দাদের একটাই আবেদন,এই শিব মন্দির যেন খুব শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করা হয়। চৈত্রসংক্রান্তিতে প্রত্যেক বছর এই মন্দিরের গাজন উৎসব পালিত হয়। মহাসমারোহে না হলেও নিয়মমাফিক পুজো হয়। কারণ এই মন্দিরের সেরকম কোনো আয় নেই। তাই পুজো এখন প্রায় বন্ধের মুখে। তাই এমন একটি দেবোত্তর সম্পত্তি যাতে রক্ষা হয় তার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা।