আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘাস ফুল প্রতীক সহযোগে তৈরি খেলা হবে দিবসের মঞ্চে জেলা শাসক ও পুলিশ সুপার – তুঙ্গে বিতর্ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৬ আগষ্ট

খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চে জ্বলজ্বল করতে তৃণমূল কংগ্রেসে প্রতীক ঘাস ফুল । ফুটবল হাতে নিয়ে সেই অনুষ্ঠান মঞ্চই আলোকিত করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ও জেলার পুলিশ সুপার ।তা দেখে প্রশাসনের আধিকারিকদের তৃণমূলের ক্যাডার বলে দাগিয়ে দিয়েছেন বিজেপি নেতারা।

বর্ধমানের কার্জনগেট চত্বরে শনিবার বিকালে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী এ এবং জেলার পুলিশ সুপার সায়ক দাস। এমন এক অনুষ্ঠানের মঞ্চে “খেলা হবে দিবস“ লেখা থাকা ফ্লেক্সের বাম দিকে তৃণমূল কংগ্রেস দলের ’ঘাস ফুল’ প্রতীক থাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

এ মন মঞ্চে জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা এখন তৃণমূল কংগ্রেসের বড় ক্যাডার।এই সত্যটা আজ আরো একবার প্রমাণিত হল।যেখানে মঞ্চে তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে সেখানে জেলাশাসক ও পুলিশ সুপার বিধায়ক খোকন দাসের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন।আমরা এর তীব্র বিরোধিতা করছি“

যদিও তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু খানিকটা ডিফেন্সের ভঙ্গিতে বলেন, “একটা টেকনিক্যাল ভুল হয়েছে।

প্রতীকটা তুলতে হয়তো ভুলে গেছে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।“

See also  প্রতিবাদ সভা ও দুস্থদের মধ্যে 200 জন ব্যক্তিকে কম্বল বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি