কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এবার জয়নগরে স্কুল শিক্ষকদের নিয়ে হয়ে গেল দাবা খেলার ওপর একদিনের কর্মশালা।বুধবার জয়নগর চক্রের অবর স্কুল পরিদর্শকের মিটিং হল নিমপীঠে জয়নগর চক্র ও জয়নগর উওর চক্রের ৫০ টি স্কুলের ৫০ জন শিক্ষককে নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এদিন এই খেলার উদ্বোধন করেন জয়নগর দুই নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা, জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরো অনেকে।

সারা বাংলা দাবা এসোসিয়েশনের সহায়তায় এদিন এই দাবা খেলার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এ ব্যাপারে জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন,বর্ষার সময় স্কুলের পড়ুয়ারা মাঠে গিয়ে খেলতে পারে না।মোবাইলে মগ্ন হয়ে পড়ে।তাই তাদের দাবার মতন খেলায় মনোনিবেশ করালে মোবাইল আসক্ত যেমন কমবে তেমনি দাবা খেললে বুদ্ধির ও বিকাশ ঘটবে।এদিনের এই কর্মশালায় আগত শিক্ষককেরা তাদের স্কুলে গিয়ে পড়ুয়াদের দাবা খেলার ওপর কর্মশালার মধ্যে দিয়ে তাদের দাবা খেলার প্রশিক্ষন দেবে।
