গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন পথশ্রী–রাস্তাশ্রী-৪ প্রকল্প। এরই অঙ্গ হিসেবে কাটোয়া-২ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে করুই অঞ্চলের দোনাগ্রামে অনুষ্ঠিত হলো স্থানীয় উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া-২ ব্লকের বিডিও সঞ্জয় প্রধান, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী ও সাগর প্রধান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, সমিতির সদস্য বিরবল মন্ডল, সমাজসেবী পিন্টু মন্ডল এবং করুই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দীপ্তিময় চট্টোপাধ্যায়-সহ অন্যান্য অতিথিরা।
এই দিনে কাটোয়া-২ ব্লকের মোট ৯টি স্কিমের কাজের উদ্বোধন হয়। তার মধ্যে করুই অঞ্চলের ৬টি রাস্তার কাজ অন্তর্ভুক্ত। পাশাপাশি দোনা–পাঁজোয়া গ্রামের একটি নতুন রাস্তার শিলান্যাস হওয়ায় বিশেষ আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।








