বাঁকুড়া:-গরু-ছাগল চরাতে গিয়ে মাঠে বজ্রাঘাতে মৃত্যু হয় বছর চল্লিশের তারাপদ বাউরী নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোপীনাথপুর গ্রামে। মৃতের নাম তারাপদ বাউরী, বয়স আনুমানিক ৪০ বছর।

স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও গরু ও ছাগল চরাতে মাঠে গিয়েছিল তারাপদবাবু। দুপুরে আচমকা প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে গুরুতর জখম হন তিনি। ঘটনাটা নজরে আসতেই তড়িঘড়ি গ্রামবাসীরা তাকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
তৃণমূলের তরফ থেকে হাসপাতালে ছুটে যান গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিমাই মাজী সহ অন্যান্যরা।পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের কথা জানানো হয়েছে।