প্রায় চল্লিশটি হাতির একটি দল দামোদর পেরিয়ে ঢুকে পরলো গলসিতে। গলসিতে হাতির দল ঢুকে পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। আজ ভোর রাত থেকেই বাঁকুড়ার শালতোড়া জঙ্গল থেকে দামোদর পেরিয়ে প্রায় চল্লিশটি হাতির দল গলসি রামগোপালপুর এলাকায় ঢুকে পড়ে।
দাঁতাল পুরুষ হাতির পাশাপাশি রয়েছে মহিলা ও শিশু হাতিও রয়েছে এই হাতির দলটিতে।
গ্রামবাসীরা জানিয়েছেন, গলসি এলাকায় ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছে হাতিগুলি। হাতিগুলোকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে তৎপর হয়েছে প্রশাসন। এত বড় একটি হাতির দলকে কিভাবে আয়ত্তে আনা যায় তা ভাবতেই মাথার ঘাম পায়ে পড়েছে বনদপ্তরের কর্তাদের।
বর্ধমান রেঞ্জের বনদপ্তর সূত্রের খবর, হাতিগুলোকে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠাতে হুলা পার্টি ও কুনকি হাতির সাহায্য নেওয়া হতে পারে।