আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘বদলার লড়াই’! বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাক প্রতিদ্বন্দ্বীর সামনে নীরজ চোপড়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শনিবার, ১৩ সেপ্টেম্বর জাপানের টোকিওয় শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। নয় দিনের এই প্রতিযোগিতায় অংশ নেবেন ভারতের মোট ১৯ জন অ্যাথলিট। এর মধ্যে সবার চোখ থাকবে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার দিকে। তিনি এবার নামবেন ‘বদলা’র লড়াইয়ে।

গত অলিম্পিকে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হার মানতে হয়েছিল নীরজকে। তাই এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পাক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন ভারতীয় তারকা। শুধু নাদিমই নন, জার্মানির জুলিয়ান ওয়েবারও থাকবেন নীরজের অন্যতম চ্যালেঞ্জার। জুরিখ ডায়মন্ড লিগে ওয়েবার ৯১.৫১ মিটার থ্রো করে প্রথম হয়েছিলেন। ফলে টোকিওর আসর যে সহজ হবে না, তা এখন থেকেই পরিষ্কার।

নীরজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বুধবার, ১৮ সেপ্টেম্বর। টুর্নামেন্ট চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এই টোকিওতেই পাঁচ বছর আগে সোনার পদক জিতে অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। ভারত এর আগে এই আসরে তিনটি পদক জিতেছে—২০০৩ সালে অঞ্জু ববি জর্জ, ২০২২ ও ২০২৩ সালে নীরজ চোপড়া। এবারও দেশ চাইবে আরও পদক যুক্ত করতে।

জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে শেষ করেছিলেন নীরজ। শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার থ্রো করলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না তিনি। তখনই বলেছিলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এখনও তিন সপ্তাহ আছে। সেখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।” সেই অনুযায়ীই প্রস্তুতি নিয়েছেন ভারতীয় জ্যাভলিন তারকা।

বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতীয় দল

পুরুষ বিভাগ

  • নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন)
  • মুরালি শ্রীশঙ্কর (লং জাম্প)
  • গুলবীর সিং (৫০০০ মিটার ও ১০,০০০ মিটার)
  • প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প)
  • সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প)
  • অনিমেষ কুজুর (২০০ মিটার)
  • তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস)
  • সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি রেস ওয়াক)
  • রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি রেস ওয়াক)

মহিলা বিভাগ

  • পারুল চৌধুরী, অঙ্কিতা ধিয়ানি (৩০০০ মিটার স্টিপলচেজ)
  • অণু রানি (জ্যাভলিন)
  • প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি রেস ওয়াক)
  • পূজা (৮০০ মিটার ও ১৫০০ মিটার)
See also  সেহারা রহমানিয়া আল আমিন মিশনের মুকুটে নতুন পালক , থ্রো বলে মালয়েশিয়ার পর ভুটান জয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি