কৃষ্ণ সাহা ( রায়না ) :-
পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির পক্ষ থেকে এক আলোচনা অনুষ্ঠান কর্মসূচি পালিত হলো একলক্ষী এলাকায়। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ বেশ কিছু জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন এই অনুষ্ঠানে। আগামী দিনে এই গোষ্ঠীর কর্ম সুচি সহ বিভিন্ন পদক্ষেপ গুলি নিয়ে আলোচনা হয়। বর্তমান পরিস্থিতির উপর বিচার করে আদিবাসী গোষ্ঠীর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু আইন পাস করার কথা হয়েছে।
সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত চারটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।২০২১ এ তাদের ধর্ম কি হবে, কেন্দ্র সরকারের হিন্দু রাষ্ট্র গঠন, সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এই হিন্দু রাষ্ট্র গঠিত হলে আদিবাসী সমাজ চরম বিপর্যয়ের মুখে পড়বে এক কথায় বলতে গেলে অস্তিত্ব বিপর্যয়ে পড়বে তারা।এই মুহূর্তে সংগ্রাম করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা থাকবে না, এমনটাই জানিয়েছেন ওই সংগঠনের পক্ষ থেকে রবীন টুডু।
শিল্পকলা এবং শিক্ষকদের সঙ্গে জড়িত সংঘমিত্রা হাঁসদা গত মার্চ মাস থেকে যুক্ত হয়েছেন এই মাঝি পারগানা র সাথে। আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষদের ভবিষ্যতের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় তার মূল উদ্দেশ্য। আজকের এই আলোচনা সভায় সাহায্য করেছেন জেলা কমিটি রাজ্য কমিটি থেকে শুরু করে গ্রামের সদস্য সদস্যাগণ। তাদের সাথে হাতে হাত মিলিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছে, উচলন গ্রাম পঞ্চায়েত, সভাপতি রবীন টুডু, ডাক্তার মঙ্গল সরেন, কালনা কাটোয়া থেকে আছেন বিজয় চন্দ্র সরেন সহ অন্যান্য সদস্যগণ।