আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভুয়ো পরিচয়ে নার্সকে প্রতারণার অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার, ‘লাভ জিহাদ’ দাবি তুলে কেতুগ্রাম থানায় বিজেপির বিক্ষোভ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভুয়ো পরিচয়ে এক হিন্দু তরুণী নার্সকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার মহম্মদ আজাহার হোসেন। ঘটনাটিকে পরিকল্পিত “লাভ জিহাদ” বলে দাবি করেছে বিজেপি।

এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার কেতুগ্রাম থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযুক্তকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে কেতুগ্রাম থানার আইসির কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘সুমন মণ্ডল’ নামে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলেছিল আজাহার হোসেন। ওই প্রোফাইলের মাধ্যমে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা, পেশায় নার্স এক হিন্দু তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে সে। তরুণীর অভিযোগ, ফেসবুকে আলাপের সময় অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় এবং মাসিক ৭৮ হাজার টাকা বেতনের কথা জানায়। এমনকি ‘পুলিশ’ লেখা বাইক নিয়ে দুর্গাপুরে তার সঙ্গে দেখাও করত, যার ফলে তার উপর বিশ্বাস তৈরি হয়।

ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হলে অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ। এরপর হুগলির চন্দননগরের একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। সেখানেই অভিযুক্তের প্রকৃত পরিচয় জানতে পারেন ওই তরুণী।

পরবর্তীতে তিনি বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহম্মদ আজাহার হোসেনকে গ্রেপ্তার করে। বিজেপির দাবি, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দু’দিনের মধ্যেই জামিন পেয়ে গিয়েছে, যা নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

See also  সরকারি স্কুলে গরমের ছুটি ৩১ মে পর্যন্ত, পঠনপাঠন শুরু ২ জুন থেকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি