কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- পূর্ব বর্ধমান জেলার রায়নার মিরেপোতায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে উল্টে গেল যাত্রীবোঝাই বাস মঙ্গলবার।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় মিরেপোতা বাজার থেকে বর্ধমান আরামবাগ রোড এর বর্ধমানের দিকে যাওয়ার সময় ওভারটেক করতে যাওয়ার সময় । নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ইলেকট্রিক পোলে ধাক্কা মারে তারপর নয়ানজুলিতে উল্টে যায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারকার্যে হাতে লাগায়। ঘটনাস্থলে ছুটে আসেন সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল, সেহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ মাহাতো, সিআইসি রজত কান্তি পাল, রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনোয়ার আলী সহ মিরেপোতা এলাকার জনপ্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় 44 জনের মতো প্যাসেঞ্জার ছিল বাসে। তার মধ্যে সাতজনের গুরুতর । তাদেরকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এর ফলে বর্ধমান আরামবাগ রোড বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় পুনরায় যান চলাচল শুরু হয়।
আরো পড়ুন – Arambagh SBI branch IFSC Code : ভারতীয় স্টেট ব্যাঙ্ক আরামবাগ শাখা।