আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হ্যাম রেডিওর তৎপরতায় গঙ্গা সাগর থেকে অবশেষে বাড়ি ফিললো নদীয়ার ৫৭ বছরের এক বৃদ্ধ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : হ্যাম রেডিওর তৎপরতায় এবার বাড়ি ফেরার পথে ৫৭ বছরের সঞ্জিত দেবনাথ।জীবনে হারিয়ে গিয়েছেন অনেকবার। তবে শেষে অসমের কামাখ্যা মন্দির থেকে সাগরে এসে সত্যি সত্যি বাড়ি ফিরছেন নদিয়ার এক বৃদ্ধ।নদিয়ার বাড়িতে তাঁকে ফেরাচ্ছে হ্যাম রেডিও।জানা গিয়েছে,সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচাতে সঞ্জিত দেবনাথকে বাবা সাত বছর বয়সেই মথুরাতে বড় ছেলের কাছে পাঠিয়ে দেন।

সেখানে দাদার কাছে কিছু দিন থাকার পর সেখান থেকে রাজস্থানের এক দোকানে গিয়ে কাজ করেন তিন বছর।এতকিছুর পরেও একসময় বাড়িতে ফিরে আসেন তিনি, বিয়ে ও করেন তিনি।এরপর মাস দুই আগে কামাখ্যায় যান তিনি। রাতেই ব্যাগ হারিয়ে ফেলে সঞ্জিত। এরপর সেখানে রাস্তার ধারে এক চা দোকানে কাজ করে সে‌।এরপর সেখান থেকে সে গঙ্গাসাগরে আসেন।কাউকে পেলে বাড়িতেফিরবেন বলে। তিনি নিশ্চিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার সাগরের মেলায় হাজার হাজার মানুষের মধ্যে কাউকে পেয়ে যাবেন তিনি।আর বিষয়টি নজরে আসার পর হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য দিবস মন্ডল বার্তা পাঠান নদিয়াতে।

নদিয়ারএসডিডিএমও এবং হ্যাম রেডিওর সদস্য পুস্পেন্দু মজুমদার খুঁজে বের করেন সঞ্জিতের পরিবারের সদস্যদের।জানা গিয়েছে, সঞ্জিতের বাড়ি চার নম্বর ওয়ার্ড,নবদ্বীপ চটির মাঠ, বণিক নগর, নদিয়া। জানা গিয়েছে, সঞ্জিতের ছোট ছেলে সুজিত দেবনাথ ও স্ত্রী সুমিতা দেবনাথ গঙ্গাসাগর এসে বাবাকে নিয়ে যান গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা ও হ্যাম রেডিওর উপস্থিতিতে।

See also  বাংলার প্রাচীন লোকসংস্কৃতির অন্যতম বাদাই গান। আজ ধ্বংসের মুখে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি