আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিপদ সীমার ওপর জল আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মিলন পাঁজা , বাঁকুড়া : ইন্দাস ব্লকের দেবখাল দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের ।

 

 

 

ইন্দাস ব্লকের করিশুণ্ডা থেকে শান্তাশ্রম যাওয়ার পথে যে দেবখাল রয়েছে সেই দেব খালের দিয়ে বইছে বিপদসীমার ওপর জল । রীতিমতো প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের ।

 

 

তাদের দাবি , প্রতিবছর বর্ষা কালে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের । স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে কিন্তু সমস্যা সমাধানের বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি তারা । বিভিন্ন সময়ে ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে ঘটছে দুর্ঘটনা । আগামী দিনে যাতে সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে প্রশাসন দ্রুত একটি স্থায়ী সমস্যার সমাধান করুক ।

 

 

 

এই দেবখালের উপর দিয়ে প্রতিদিন কয়েকশো সাধারন মানুষ নিজেদের রুটি রোজগারের টানে যাতায়াত করে থাকেন পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন । বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দেবখাল জলে ফুলেঁপে ওঠে সমস্যা পড়তে হয় সাধারণ মানুষদের । কবে এই সমস্যার সমাধান হয়ে এখন সেই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ ।

See also  গাভীর দুধ খেয়ে ছাগল ছানার বড় হয়েওঠার ঘটনা আলোড়ন ফেলেছে আউশগ্রামের বাসিন্দা মহলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি