আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিপদ সীমার ওপর জল আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মিলন পাঁজা , বাঁকুড়া : ইন্দাস ব্লকের দেবখাল দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল আতঙ্ক নিয়ে পারাপার সাধারণ মানুষের ।

 

 

 

ইন্দাস ব্লকের করিশুণ্ডা থেকে শান্তাশ্রম যাওয়ার পথে যে দেবখাল রয়েছে সেই দেব খালের দিয়ে বইছে বিপদসীমার ওপর জল । রীতিমতো প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের ।

 

 

তাদের দাবি , প্রতিবছর বর্ষা কালে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের । স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে কিন্তু সমস্যা সমাধানের বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি তারা । বিভিন্ন সময়ে ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে ঘটছে দুর্ঘটনা । আগামী দিনে যাতে সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে প্রশাসন দ্রুত একটি স্থায়ী সমস্যার সমাধান করুক ।

 

 

 

এই দেবখালের উপর দিয়ে প্রতিদিন কয়েকশো সাধারন মানুষ নিজেদের রুটি রোজগারের টানে যাতায়াত করে থাকেন পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন । বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দেবখাল জলে ফুলেঁপে ওঠে সমস্যা পড়তে হয় সাধারণ মানুষদের । কবে এই সমস্যার সমাধান হয়ে এখন সেই আশাতেই দিন গুনছেন সাধারণ মানুষ ।

See also  কমেছে গ্যাসের দাম তাই চড়াম চড়াম ঢাক বাজিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি