আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘হত্যাপুরীর’ রহস্য উন্মোচন করতে আসছে ফেলুদা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‘হত্যাপুরী’র রহস্যভেদ করতে বড়দিনেই বড়পর্দায় আসছে ফেলুদা। দুদিন আগে ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়। আর সেখানেই প্রযোজক বদল নিয়ে মুখ খোলেন পরিচালক সন্দীপ রায়।

 

বড়দিনেই সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ গল্পকে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক সন্দীপ রায়। আর ‘ফেলুদা’ চরিত্রে তিনি বেছে নেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। বাঙালির অন্যতম এক আবেগের চরিত্রে নিজেকে যোগ্য করে তুলতে অনেক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন ইন্দ্রনীল। তবে সব চূড়ান্ত হয়েও মাঝপথে বাধা আসে। শোনা যায়, সন্দীপ রায়ের ‘ফেলুদা’ ইন্দ্রনীলকে পছন্দ হয়নি প্রযোজকদের। তাই সিনেমার প্রযোজনার দায়িত্ব থেকে সরে যায় টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)।

 

 

অল্প সময়ের মধ্যেই অবশ্য প্রযোজক পেয়ে যান সন্দীপ। এখন ছবিটি প্রযোজনার দায়িত্বে শ্যাডো ফিল্মস আর ঘোষ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। সত্যিই কি ইন্দ্রনীল সেনগুপ্ত ‘ফেলুদা’ হওয়ায় এসভিএফ প্রযোজনার দায়িত্ব ছেড়েছে? ‘হত্যাপুরী’র ফার্স্টলুক লঞ্চে এই প্রশ্ন করা হয়েছিল সন্দীপ রায়কে। উত্তরে পরিচালক জানান, শুধু ইন্দ্রনীল নয় অন্যান্য চরিত্র নিয়েও মতপার্থক্য ছিল। কোন চরিত্রে কে অভিনয় করবে, সেই সিদ্ধান্ত পরিচালকেরই হওয়া উচিত বলে মনে করেন সন্দীপ রায়।

See also  গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন আজ আলিপুর জেলা পরিষদ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি