নিজস্ব সংবাদদাতা:পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এক ব্লকের নিউটাউন মোড় এলাকায় অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচী। পরিবেশকে দূষণমুক্ত করতে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করল গুসকরা পৌরসভা। শহরের নিউ টাউন মোড় এলাকায় রটন্তী কালীতলা চত্বরে বেশ কিছু চারা গাছ রোপণ করেন গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন কয়েকজন কাউন্সিলর, পুরসভার নির্মল বন্ধু ও নির্মল সাথীর সদস্যরা। জানা যায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে তৎপর গুসকরা পৌরসভা, সেইজন্য প্লাস্টিক বর্জনের জোরদার প্রচার করা হচ্ছে গুসকরা পৌরসভার তরফে,আর সেই কর্মসূচির একটি অঙ্গ হল বৃক্ষরোপণ কর্মসূচি।