আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আঁচল দিয়ে দুর্নীতি ঢাকার চেষ্টা করছে মমতা ; সেলিম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়

সম্প্রতি রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসক দলের ! রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে সেই প্রস্তাব ! এি বিষয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ! তিনি কটাক্ষ করে বলেন, দুর্নীতিগ্রস্তদের আঁচল দিয়ে ঢাকছেন মমতা ! সেলিম বলেছেন, আঁচল দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের ঢাকতেই রাজ্যপালের বদলে আচার্য পদে নিজেকে বসানোর পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ! কিন্তু মুখ্যমন্ত্রীর এত বড় আঁচল নেই যে সমস্ত নেতাদের আঁচল দিয়ে ঢেকে রাখবে ! সিপিআইএম রাজ্য সম্পাদক আরও বলেন, গোটা রাজ্য দুর্নীতির আখড়া হয়ে গেছে ! পঞ্চায়েত থেকে নবান্ন ঘুঘুর বাসা হয়ে গেছে ! চাকরি প্রার্থীরা মার খাচ্ছে ! বাম ছাত্র যুবরা মার খাচ্ছে ! যত চোর, যোচ্চর, লুটেরা, ধান্ধাবাজদের পুলিশ পাহাড়া দিচ্ছে !

 

কেন্দ্রের পুলিশ পাহাড়া দিচ্ছে ! আবার যারা বিজেপি থেকে তৃণমূলে আসছে তাদেরকে রাজ্যের পুলিশ পাহারা দিচ্ছে ! এদিকে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই ! প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগে সেলিমের বার্তা, সব রকমের দুর্নীতিকে মুখ্যমন্ত্রী আঁচল দিয়ে ঢাকার চেষ্টা করছে ! এখন শিক্ষাক্ষেত্রে এসএসসি, পিএসসি, কলেজ সার্ভিস কমিশন, টেট সমস্ত ক্ষেত্রে দুর্নীতি ঢাকতে আচার্য পদে বসছেন ! বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, অভিষেক এবং তার স্ত্রী কয়লাপাচার মামলায় আদালতের কাছ থেকে রক্ষাকবচ না পেয়েই এই কথা বলছেন ! বিদেশে যে বিপুল অর্থ রয়েছে তা ধরা পড়ে যেতে পারেন ভেবেই এই মন্তব্য করছেন !!

See also  মিটিং মিছিল হবে না-২১ শের ভোট একেবারে অন্য কৌশলে হবে বলে জানিয়ে দিলেন অনুব্রত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি