নেহেরু মিউজিয়ামের নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী মিউজিয়াম। নবরূপে প্রকাশ্যে আসা সেই মিউজিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। দেশের ১৪ জন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে সংস্কার হয়েছে একদা নেহেরু মিউজিয়ামের। প্রধানমন্ত্রী মিউজিয়াম নামে আত্মপ্রকাশ করা সেই সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, ‘আমাদের দেশের সব প্রধানমন্ত্রী নম্র পরিবার থেকে এসেছেন। স্বাধীনতার পর থেকে প্রত্যেক সরকার দেশ গঠনে অবদান রেখেছে।’
বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধান রচনা করে বাবাসাহেব আমাদের এক স্তম্ভ উপহার দিয়েছিলেন।’ তিনি জানান, এই মুহূর্তে দেশ আজাদি অম্রুত মহোৎসব উদযাপন করছে। সেই আবহে এই মিউজিয়াম অনেকের কাছে অনুপ্রেরণার কারণ।
এই ৭৫ বছরে দেশ অনেক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থেকেছে। সেই মুহূর্তগুলোকে ধরে সংগ্রহ করে রাখা প্রধানমন্ত্রী মিউজিয়ামে। তিনি বলেন,’সব প্রধানমন্ত্রী শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তাঁদের নীতি, সাফল্য, নেতৃত্ব পৃথক হতেই পারে। এটা জনগণের মনে রাখা উচিৎ। আমি মনে করি এই প্রধানমন্ত্রী মিউজিয়াম ভবিষ্যৎ গড়ার শক্তির উৎস হবে।’
তিনি জানান, দেশের সব প্রধানমন্ত্রী সাধারণ পরিবার থেকে এসেছেন। প্রত্যন্ত, গ্রামীণ, গরিব, কৃষক পরিবারকে প্রতিনিধিত্ব করেছেন। এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি এবং বিশ্বাস।’
অতীতকে স্মরণ করিয়ে দেশকে উন্নতির পথে চালিত করতে এই মিউজিয়াম ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে কাজ করবে। এদিন দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নবনির্মিত এই মিউজিয়ামের প্রথম দর্শক হিসেবে টিকিট কেটে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।