রথীন রায় :- দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পাতিবুনিয়া ২ ঘেরি এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ভাসুর সহ তিনজনের বিরুদ্ধে ! ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত ভাসুর, ২ জন পলাতক !
জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূর স্বামী কর্মসূত্রে বকখালীতে থাকায় পুত্রকে নিয়ে একাই থাকতেন ঐ গৃহবধূ ! সেই সুযোগে তাঁকে প্রায়ই ভাসুর কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ ! অভিযোগ, ভোর ৪টে নাগাদ তিনি শৌচালয়ে যাওয়ার জন্য বাইরে বের হন !
তখনই অভিযুক্তরা তাঁকে মুখ চেপে ধরে বাড়ির দোতলায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে ! এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্য নির্যাতিতার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করার সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা চলে এলে অভিযুক্তরা পলায়ন করে ! কিন্তু লজ্জায় ও ভয়ে পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি নির্যাতিতা ! এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ! সেখানেই পুলিশ ও চিকিৎসকদের কাছে তিনি ঘটনার বয়ান দেন ! মূল অভিযুক্ত ভাসুর অমল খাটুয়া গ্রেপ্তার হয়েছে, বাকিরা পলাতক !!