আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পৌরসভার ভোটে চললো গুলি, আতঙ্কিত সাধারণ মানুষ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া থেকে দেবজিৎ দও:- সোনামুখী পৌরসভার এগার নম্বর ওয়ার্ডের তেমাথা কালীতলা এলাকায় চলল গুলি আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষরা । সাধারণ মানুষদের অভিযোগ তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে 11 নম্বর ওয়ার্ডে অশান্তি পাকানোর চেষ্টা করে । একটি অমিনি গাড়িতে করে বেশ কিছু বহিরাগত তেমাথা কালিতলা এলাকায় আসলে তাদের আটকে সাধারণ মানুষ ।

 

 

তখন বহিরাগত দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গাড়িটিকে ভাঙচুর করে বলে জানা যাচ্ছে । এলাকার সাধারণ মানুষ তাদের আটকে দিলে তারা যে যার মত পালিয়ে যায় এবং যাওয়ার সময় গুলি চালায় এবং সেই গুলিতে বিশ্বজিৎ গুঁই নামে এক ব্যক্তি আহত হন বলেই জানা যাচ্ছে ।বিষ্ণুপুর মহকুমা  জানান , একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তদন্ত শুরু করেছি ।

See also  অবশেষে হদিশ মিললো নিখোঁজ কিশোরীর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি