আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

Free Fire-সহ চিনের ৫৪টি অ্যাপ নিষিদ্ধ হল ভারতে !

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- পড়াশোনা থেকে সামাজিকতা, সবকিছুই প্রায় উচ্ছনে যাবার মুখে দাঁড়িয়ে ভবিষ্যৎ ! নিরাপত্তার প্রশ্ন উঠল চিনের বেশ কিছু অ্যাপ নিয়ে ! সেই কারণেই সরকারি তরফে নিষিদ্ধ ঘোষণা করা হল চিনের ৫৪টি অ্য়াপকে ! এই তালিকায় একেবারে গোড়াতেই রয়েছে Free Fire নামের জনপ্রিয় একটি মোবাইল গেম !
এর আগে PubG নামের গেম নিষিদ্ধ হয়েছিল ! তখনও মাথ হাত দিয়েছিলেন বহু মোবাইল গেম-প্রেমী ! তার পরে অনেক দিন কেটে গিয়েছে, PubG-র জায়গায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছিল Free Fire !

 

 

তার পরে আবার ধাক্কা, গত কয়েক দিন ধরেই প্লেস্টের থেকে এই গেমটি ডাউনলোড করা যাচ্ছিল না বলে অনেকেই হা হুতাশ করছিলেন ! কিন্তু তখনও বোঝা যায়নি, এঠি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে ! কিন্তু শেষ পর্যন্ত তাই হল, ব্যবহারকারীদের ফোন থেকে তথ্য চুরির,অভিযোগ উঠেছে Free Fire-সহ আরও বহু অ্যাপের বিরুদ্ধে ! এই তালিকায় রয়েছে AppLock-এর মতো অতি পরিচিত অ্যাপও ! সুরক্ষা পেতে চলেছে শিশুদের আগামী ভবিষ্যৎ, এমনটাই অভিভাবকরা জানিয়েছেন !

 

 

ইলেক্ট্রনিক্স পরিচিতি ; গ্যারেনা ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার নামে পরিচিত ! একটি যুদ্ধ রয়্যাল গেম, যা ১১১ ডটস স্টুডিও দ্বারা বিকাশিত এবং ANDROID এবং IOS এর জন্য GARENA দ্বারা প্রকাশিত ! এটি ২০১৯ সালে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড করা মোবাইল গেম হয়ে ওঠে ! আগস্ট ২০২১ সালে, ফ্রি ফায়ার বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নেরও বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সাথে একটি রেকর্ড তৈরি করে !!

See also  জল থইথই রাস্তা থেকে ধরা কৈ মাছ গলায় আটকে যাওয়ায় বেঘোরে প্রাণ খোয়ালো যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি