আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৪০ থেকে ৪ শতাংশে আনার চক্রান্ত হচ্ছে! বিস্ফোরক ; জয়প্রকাশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- বিপদ যেন একদমই পিছু ছাড়ছে না ! চার পুরসভাতেও বড় ধাক্কা বঙ্গ বিজেপির ! ব্যাপক ব্যাবধানে বড় জয় তৃণমূলের ! এরপরেই সুর চড়ালেন জয়প্রকাশ মজুমদার ! গত কয়েকদিন আগেই বর্তমান বিজেপির দায়িত্বে থাকা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি ! শুধু তাই নয়, একেবারে তাৎপর্যপূর্ণ ভাবে দুই থেকে তিনে নেমে এসেছে ! বিজেপির এই বরখাস্ত নেতা বলেন, গত ৪০ বছর ধরে বাংলার নির্বাচনের সঙ্গে সন্ত্রাস জড়িয়ে গিয়েছে ! সন্ত্রাস রুখতে কোনও রকম ভাবনা চিন্তা নেই ! বিজেপি নেতৃত্ব TMC – B হিসাবে কাজ কাজ করছে বলেও বিস্ফোরক অভিযোগ জয়প্রকাশ মজুমদার !

 

 

পুরানো দলকে বাদ দিয়ে দলকে কুক্ষিগত করতে চাইছে নতুন নেতৃত্ব ! চার পুরসভা ভোটে বিজেপির এত খারাপ ফলাফলের জন্যে বর্তমান বিজেপি নেতৃত্বকেই দায়ি করেছেন জয়প্রকাশ ! তাঁর মতে, ৪০ শতাংশ ভোটকে আবার ৪ শতাংশে নিয়ে যেতে চক্রান্ত করা হচ্ছে ! দিলীপ ঘোষের বক্তব্যকে তুলে বর্তমান রাজ্য নেতৃত্বকে তুলোধোনা জয়প্রকাশের ! কারোর কথা শুনছে না, এমনকি পার্টির নিচুতলার কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেও দাবি প্রাক্তন বিজেপি নেতার ! উল্লেখ্য, এক সংবাদমাধ্যমকে দিলীপ ঘোষ জানিয়েছেন বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে দলের নিচুতলার কর্মীদের যোগাযোগ নেই !

 

 

অন্যদিকে নাম না করে অর্জুন সিংকেও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘনিষ্ঠ এই নেতা ! ব্যারাকপুরে ২০২১ সালে তিনি সাংঘাতিক ভাবে ফেলিওর ! ছেলের সিট জেতা ছাড়া আর কিছুই হয়নি ! ভবানীপুরে উপ নির্বাচনে দায়িত্ব দেওয়া হলেও দলকে ডুবিয়েছেন, এরপর তাঁকে দায়িত্ব দেওয়া হলে কলকাতা পুরসভা পরিচালনার-সেখানেও ব্যর্থ ! বিধাননগরে দায়িত্ব দেওয়া থাকলে কোনও দিন আসেননি, বরং তাঁর আত্মীয়স্বজনকে অন্য দলে পাঠিয়ে দিয়ে নিজের রাস্তা পরিস্কার করছেন ! গত কয়েক মাস আগেও প্রধান বিরোধী শক্তি হিসাবে বাংলায় উঠে আসে বিজেপি ! কিন্তু যতদিন এগোচ্ছে তত বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে বিদ্রোহ ! সেটাই স্পষ্ট হলো আজ জয়প্রকাশের মন্তব্যে !!

See also  শহীদ দিবসের দিন উত্তোলন করা দলীয় পতাকাকে নামিয়ে মাটিতে ফেলে তার উপর মল ত্যাগ করে মন্দিরের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো সারেঙ্গায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি