আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ীর পরিবারের পাশে বিধায়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা :- গুলি বিদ্ধ হয়ে মৃত লটারি টিকিট বিক্রেতা হামিদ আলী খানের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। মৃত ব্যক্তির বাড়ি রায়না দু নম্বর ব্লকের আরুই অঞ্চলের আরিকপুরে। মাধবডিহি থানার অন্তর্গত ছোট বৈনানে লটারির দোকান ছিল তাঁর। গত পরশু রাতে দোকান বন্ধ করে বাড়ি আসার সময় দুস্কৃতিদের গুলিতে নিহত হন তিনি।

 

 

 

পুলিশের সহায়তায় ওই গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ তারই পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিধায়িকা শম্পা ধারা। পরিবারের একমাত্র কর্মঠ ব্যক্তি ছিলেন হামিদ আলী খান। এগারো মাস আগে তাঁর ছেলে পথদুর্ঘটনায় প্রাণ হারায়। বাড়ির দুই কর্মঠ সদস্যের এই অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ পরিবার যাতে পথে না বসে তার আশ্বাস দিয়েছেন বিধায়িকা। হামিদ আলী খানের বড় মেয়ে বিবাহিত এবং ছোট মেয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 

 

 

তার যাতে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া যায় সেই আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে এসপি সাহেবের সঙ্গে কথা বলে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবার অঙ্গীকার করেছেন বিধায়িকা। আজ বিধায়কের সঙ্গে হামিদ আলী খানের বাড়িতে উপস্থিত ছিলেন, রায়না দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনসার আলী খান, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন,রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল সহ প্রশাসনিক আধিকারিকরা।

See also  বর্ধমান উত্তরের বিধায়ককে ফোন করে খুনের হুমকি - গ্রেপ্তার ১ অভিযুক্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি